ফেনীর দাগনভুঞায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার অটো রিকশাচালক সমির দাসের বাড়িতে সমবেদনা জানাতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার ফখরুদ্দীন মানিক।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উভয়ই পৃথকভাবে উপজেলার মাতুভূঁইয়া সমির দাসের বাড়িতে গিয়ে তার বাবাকে সান্তনা প্রদান করেন।
জানা যায়, ১১ জানুয়ারি রাতে দাগনভুঞা উপজেলা ৭নং মাতুভূঁইয়া ইউনিয়নের ফাজিলের ঘাট রামানন্দপুর জেলে পাড়ার কার্তিক দাসের সন্তান সমির কুমার দাস নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।
ডা. মানিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী করেন। একই সাথে প্রশাসনের কাজের অগ্রগতি জানা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসক মনিরা হক ও দাগনভুঞা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আজীম নোমানের সঙ্গে কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাননিউজ/আরআরপি