ছবি: সান নিউজ
সারাদেশ

প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির একটি অংশ দখল করে এক বিঘা ফসলি জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা বাগেরহাট জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন বাদী হয়ে স্থানীয় খোকা মুন্সীসহ আটজনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সোমবার সরেজমিন পরিদর্শন ও প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পিতা শাহানুর রহমান শাহিনের ক্রয়কৃত ও পৈত্রিক মোট পাঁচ একর সম্পত্তি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি একই এলাকার সৌদি প্রবাসী মালেক হাওলাদারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ছত্রছায়ায় থাকা লোকজন স্থানীয় আবুল কালাম চাপরাশী শাহিনুরের ১৫ শতক জমি দখল করে দোকানঘর নির্মাণ করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তাদের দানকৃত কবরস্থানের জমি দখলের উদ্দেশ্যে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের নামে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। পাশাপাশি তাদের বর্গাকৃত চাষি মিজানুর রহমান বেপারীর চাষাবাদকৃত এক বিঘা জমির আমন ধান জোরপূর্বক কেটে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষক মিজানুর রহমান বেপারী জানান, তাকে নাশকতা মামলায় এবং তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে চার মাস জেল হাজতে পাঠানো হয়।

এছাড়াও এলাকার প্রভাবশালী মালেক হাওলাদারের লোকজন নিরীহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ রয়েছে। ধান কাটার মৌসুম এলেই তার ছত্রছায়ায় থাকা কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়াসহ প্রবাসী পরিবারের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাগেরহাট বিজ্ঞ আদালতসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শাহানুর রহমান শাহিন বলেন,“প্রভাবশালী মালেক হাওলাদারের ছত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় লোকজন আমার জমি দখল করে ধান কেটে নিচ্ছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বর্তমানে জেলা শহরে অবস্থান করছি। ভয়ের কারণে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায় না। ন্যায়বিচারের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

অভিযোগ প্রসঙ্গে মালেক হাওলাদার বলেন,“শাহানুর রহমান শাহিন ওরফে কালুর সঙ্গে পাঁচ বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে। এক বিঘা জমির ধান কাটার অভিযোগ সঠিক নয়। ওই স্থানে তার কোনো জমি নেই। তারা অনেক জমি বিক্রি করেছে, কিছু জমি এখনো রয়েছে। আমি কাউকে হয়রানি করছি না।”

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিম...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়িত...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বাং...

এয়ারগান দিয়ে পাখি শিকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কুষ্টিয়ায় এয়ারগান দিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ উঠেছে।...

প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির...

ইসলামী ব্যাংকে ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের...

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী–আশিংক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

তুমুল প্রেম, হঠাৎ বিচ্ছেদ—তাহসান ও রোজার সম্পর্কে কী ঘটেছিল?

ঠিক এক বছর আগে, বিনোদন অঙ্গনকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনে...

প্রবীণসেবা ঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএ আসাদুজ্জমান মারা গেছেন

ডাঃ সামসুদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও ডাঃ সামসুদ্দিন আহম্মেদ প্রবীণসেবা ঘরের প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা