ডাঃ সামসুদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও ডাঃ সামসুদ্দিন আহম্মেদ প্রবীণসেবা ঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এবিএ আসাদুজ্জমান বার্ধক্যজনিত কারণে ১১ জানুয়ারি নিজ বাসভবন ৪৩৫ নয়াটোলা, চেয়ারম্যান গলি, থানা: রমনা, জেলা: ঢাকা-তে মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। মৃত্যুর পূর্বে তিনি সমাজের সুবিধাবঞ্চিত প্রবীণদের জন্য নিজ পৈতৃক ভিটা ৪৩২ বড় কাউনিয়াকান্দি, ওয়ার্ড নং-০৯, ৩ নং বারুয়াখালী ইউনিয়ন, নবাবগঞ্জ, ঢাকাতে প্রায় দুই বিঘা জায়গার উপর একটি প্রবীণসেবা ঘর নির্মাণ করেছেন।
এই ঘরে সমাজের প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত প্রবীণকে ফ্রি থাকা-খাওয়া এবং ফ্রি চিকিৎসা দেওয়া হবে। প্রবীণসেবা ঘরের পাশাপাশি ভবিষ্যতে একটি এতিমখানা নির্মাণেরও ব্যবস্থা করেছেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি দোয়া ও মাগফিরাতের আবেদন করা হয়েছে।
সাননিউজ/আরআরপি