মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শফিকুর রহমান মাস্টার (৮০) ও মো. শামসুল ইসলাম হীরা (২৫)। ভুক্তভোগী প্রবাসী জাকিরের স্ত্রী নুসরাত জাহান অপি সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি নুসরাত জাহান অপি নিজের বসতঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পরদিন ৬ জানুয়ারি রাত আনুমানিক পোনে ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ সাহেবের বাড়ির পেছনে অবস্থিত ওই বসতবাড়িতে শফিকুর রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, মো. শফিকুর রহমান মাস্টার, শামসুল ইসলাম হীরা, রনি (২৮)সহ অজ্ঞাতনামা ১৫–২০ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে ভবনের বিভিন্ন দেয়ালের অংশ ভেঙে ফেলে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এছাড়াও টিনসেট ঘরে থাকা একটি এলইডি টিভি, ফ্রিজ, স্টিলের আলমারি, দেয়াল সুকেস, দুটি খাট, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৫৭ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
প্রবাসী জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান অপি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে তিনি দেখতে পান পুরো ঘর ভাঙচুর করা হয়েছে এবং মূল্যবান মালামাল লুট হয়ে গেছে। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল না। অভিযুক্তরা এর আগে কখনোই ওই সম্পত্তি নিয়ে কোনো আপত্তি তোলেনি। প্রায় তিন বছর আগে তারা ওই সম্পত্তি ক্রয় করেন এবং দুই বছর ধরে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।
এ ঘটনায় জেলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের হয়েছে। দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরও যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সাননিউজ/আরআরপি