সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আজগর আলী। এ সময় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম শফিউল্লাহ শেখ বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাস্টার ছিলেন। তিনি ২০০৬ সালে অবসরে যান। শফিউল্লাহ শেখ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
মরহুম শফিউল্লাহ শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মহল্লার মৃত খেদের আলী শেখের ছেলে।
সাননিউজ/আরআরপি