খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শুকনাছড়ি এলাকায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে প্রায় ৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে।
পানছড়ি বনবিভাগ কর্মকর্তা উহলামং চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৬২.৪৬ ঘনফুট কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। আটককৃত কাঠের বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।
পানছড়ি জোন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, অবৈধ চোরাচালান রোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সাননিউজ/আরআরপি