কুড়িগ্রামের উলিপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাওহিদী মুসলিম জনতার আয়োজনে মসজিদুল হুদা (বড় মসজিদ)–এর সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে মসজিদুল হুদার মুসুল্লিগণ ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
এ সময় আপডেট কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালারচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলিয়াসুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, ইসলামী আন্দোলন কর্মী নুর আলম প্রমুখ।
এ সময় বক্তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি করে বলেন, বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটুক্তি করেছে—তার দ্রুতই সঠিক বিচার ও ফাঁসির রায় কার্যকর চাই।
ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটুক্তি করবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সাননিউজ/আরপি