ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণিসম্পদ অফিসের সামনে প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে পশু-পাখি নিয়ে ৩০টি স্টল বসে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন শাহনাজ পারভীন ও লুৎফর রহমান।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা আলভির রহমান, সমাজসেবা কর্মকর্তা কাজীজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) পূর্ণানন্দ সাহা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
দুপুর ২টার দিকে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাননিউজ/আরপি