ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করা হয়েছে।
গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯,৮২০ পিস বাংলাদেশী মদ তৈরীর বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৪৭,৩০০/- টাকা।
অপরদিকে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিদেশী মদ, ভারতীয় ইস্কফ সিরাপ, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।
গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর ও রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় নিম্নলিখিত মালামাল আটক করতে সক্ষম হয়—
২৫ বোতল বিদেশী মদ
৩২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ
৩০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ
বিভিন্ন প্রকার কসমেটিক আইটেম: কানের দুল ৪ জোড়া, গলার চেইন ৩টি, গলার লকেট ২টি, গলার হার ১টি, পুতির হার ১টি, পুতির কানের দুল ২ জোড়া
১টি মোবাইল (স্যামসাং)
ভারতীয় ৮৯০ রুপি
১টি সিমকার্ড
১০টি বিভিন্ন প্রকার শাড়ি
২টি লেহেঙ্গা
২টি ওড়না
২টি উন্নমানের ভারতীয় লেডিস ব্যাগ
আটককৃত মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৪,০৯০/- টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএম জাবেদ বিন জব্বার (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাননিউজ/আরপি