সারাদেশ

পটুয়াখালী পাওয়ার প্লান্টে ভয়াবহ আগুন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সম্প্রতি চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ আগুন লাগে। আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নিশ্চিত করেছে বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূইয়া সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডে মুল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, অগ্নিকান্ডের স্থলে কয়েক হাজার টন স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি জানান, অগ্নিকান্ডের পর পরই ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম এবং নৌ বাহিনীর টিম আগুন নিয়ন্ত্রনে কাজ করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে কিভাব আগুনের সুত্রপাত এবং কি পরিমন ক্ষতি হয়েছে তা এখনি বলা সম্ভব নয়। এটি নিরুপনে কাজ চলছে।

এদিকে অগ্নিকান্ডের পর পরই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সেলিম ভূঁইয়া এবং প্রকল্প পরিচালক (পিডি) মো. তৌফিক ইসলাম সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে আগুন লাগার ঘটনায় আরএনপিএল কর্তৃপক্ষ গতকাল রাত তিনটার সময় তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছে। বিদ্যুৎ প্লান্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল হালিমকে তদন্ত টিমের প্রধান করা হয়েছে। এ টিমে বিদ্যুৎ প্লান্টের নির্বাহী প্রকৌশলী মো. শওকত ওসমান ও উপ ব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। তাঁরা আগামী দুই কর্ম দিবসের মধ্যে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করে প্রতিবেদন জমা দিবেন বলে জানা গেছে।
সোমবার সকালে সরোজমিনে গিয়ে দেখা গেছে, এতে ক্ষয়ক্ষতির পরিমান তত বেশি হয়নি। কারণ আগুন লাগার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ প্লান্টের কনিষ্ঠ নির্বাহী মো. মহিউদ্দিন বলেন, সেনাবাহিনীর সদস্যরাসহ আরএনপিএল বিদ্যুৎ প্লান্টের নিজস্ব ফায়ার সার্ভিস দল, নিকটবর্তী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ফায়ার সার্ভিস দল এবং নৌবাহিনীর সদস্যদের সহায়তায় কলাপাড়া উপজেলা সদর থেকে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের দলটি আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

কমপক্ষে ২০ একর জায়গা নিয়ে বিদ্যুৎ প্লান্টের দক্ষিণ অংশে তৈরি করা স্ক্র্যাপ ইয়ার্ডটিতে রাখা প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের খালি বোতল, বিটুমিনের খালি ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশের টুকরা, বিদেশ থেকে আসা বিভিন্ন পণ্যের লোহার পাতের প্যাকেজিং আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। পোড়া জিনিসপত্রগুলো থেকে সোমবার সকালেও ধোয়া বের হতে দেখা গেছে।
হঠাৎ করে লাগা আগুনের লেলিহান শিখায় নিরাপত্তা রক্ষীদের ১৩-১৪টি ডিউটি বক্স পুড়ে ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের স্থলে অন্তত কয়েক হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কীভাবে আগুন লেগেছে তা কেউই স্পষ্ট করে বলতে পারেনি।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বলেন, 'স্ক্র্যাপ ইয়ার্ডে কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছেনা। তবে এতে মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতার উদ্দ্যেশ্য কি না তাও এই মুহূর্তে বলা যাচ্ছেনা।'

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্পোরেট জগত থেকে ক্রিকেট বোর্ডে- বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে...

সরকার রাজনৈতিক দলগুলো থেকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ চাইল

সরকারের উপদেষ্টা পরিষদ সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে জানিয়েছে, জুলাই...

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত নারী দল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিত...

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল ব...

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে ৬ বছর বয়সী এক শ...

এবার নির্বাচনে দুই আসনে লড়বেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবারও জাতীয় নির্বাচনে অংশ ন...

‘জয় বাংলা’ বলা মাদারীপুর-০১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায়...

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা...

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা