সারাদেশ

মোংলায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, মোংলা : দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতন বন্ধে ব্যতিক্রমী কর্মকাণ্ড শুরু করেছে মোংলা থানা পুলিশ। ওই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মোংলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সাথে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতামুলক সভা করেন থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা গত ৩ অক্টোবর মোংলার মাকড়ঢোন এলাকায় ধর্ষণের শিকার হওয়া ৭ বছরের শিশুর মামলার বিষয়েও খোঁজ খবর নেন।

উপস্থিত শিক্ষক- শিক্ষার্থীর কাছ থেকে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, “ধর্ষনের শিকার ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পজেটিভ এসেছে। দ্রুত সময়ে মধ্য মামলার তদন্ত রিপোর্ট আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর মোংলার নারকেলতলা আবাসনে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ধর্ষক আঃ মান্নান (৫০) কে আটক করে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে।

এ সময় মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি বলেন, কিছু মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। তাই তারা দিন দিন হিংস্র হয়ে উঠছে। নারী-শিশু নির্যাতনসহ নানা সমাজ বিরোধী কর্মকান্ড করছে মানুষরুপি নরপিচাশের দল। সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এক হয়ে কাজ করার আহবাণ জানান তিনি।

এ সময় ওসি ইকবাল বলেন, নারী শিশু নির্যাতন বন্ধে সব সময় সর্তক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশের কর্মকান্ডে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সহায়তা করার আহবাণ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোংলা কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি, শিক্ষার্থী শেখ সালমান রাজ, মাসুদ রানা, সাইফুল আহম্মেদ, মোঃ কাউসার, সাদিয়া আফরিন, সানজিদা স্বর্ণা, নাজিয়া আফরিন, স্নেহা ইসলাম অহনা।

সান নিউজ/এএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা