নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল রংপুর
সারাদেশ

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল রংপুর

নিজস্ব প্রতিনিধি, রংপুর : নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ৩ দিন ধরে উত্তাল রংপুর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার রংপুর বিভাগ, রংপুর মহানগর ও জেলা বিএনপি, ছাত্র ইউনিয়ন, পল্লীশ্রীর উদ্যোগে মানববন্ধন সমাবেশসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

সকালে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করে। সেখানে মাথায় কালো কাপড় বেঁধে কবিতা পাঠ, মঞ্চ নাটকসহ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে তারা।

টাউন হল চত্ত্বরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠক সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুন্নুন, সাংস্কৃতিক সংগঠক রাজ্জাক মুরাদ,মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মুক্তাঙ্গন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সভাপতি মেরিনা লাভলী, নার্গিস রহমান, দেলোয়ার হোসেন রংপুরী, শাকিল মাসুদ,মইনুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সমাবেশে বক্তারা, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন ও আইন প্রয়োগের দাবী জানান।

এদিকে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়স্থ দলীয় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী দুঃশাসনে সরকারী ছত্রছায়ায় দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের অভয়ারণ্য পরিণত করার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে মানববন্ধন সমাবেশ কওে রংপুর মহানগর ও জেলা বিএনপি।

এতে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রইচ আহমেদ,সহ-সভাপতি সাহিদার রহমান জোসনা, সাবেক পৌর মেয়র মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সালেকুজ্জামান সালেক, আসফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান রানা, প্রচার সম্পাদক ফিরোজ আলম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন,সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা ডন, জেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মহানগর তাঁতী দলের আহবায়ক সাহেদ ইকবাল, সদস্য সচিব এমএম আলম পান্না, পীরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে শিশু, নারী, বৃদ্ধ ধর্ষণের শিকার হলে সরকার ধর্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ধর্ষকদের আশ্রয়দাতা সরকারের বিরুদ্ধে দেশের সর্বস্থরের মানুষকে একজোট হয়ে লড়তে হবে।

সান নিউজ/এইচআরএস/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কম খরচে বেশি লাভ, মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

একসময় মাদারীপুর জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ হলেও দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় কৃষকরা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সড়কে দুর্ঘটনা, আহত এক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্...

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণ...

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

ইসলামী বক্তা, ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দ...

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে প্রথম পদযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা-১৪ আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসল...

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা