বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার (১ জুন) বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে যুবদল ও বাদ মাগরিব তাকিয়া জামে মসজিদে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদল নেতা আল ইমরান, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তাকিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া ও বড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ।
দোয়া ও মিলাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেতা রফিকুল আলম মজনুর রোগমুক্তিসহ সুস্থ ও নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
সাননিউজ/ইউকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            