চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাবিনা বেগম, ডিইও রাজশাহীর পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান।
উত্তম কৃষি চর্চায় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, জমির মাটি পরীক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে ধারনা প্রদান এবং কৃষকদের করণীয় বর্ণনা করেন। এছাড়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা সকল কৃষকদের নিকট ছড়িয়ে দিতে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের প্রতি আহ্বান জানান।
সাননিউজ/ইউকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            