বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম আসামি পলাশ ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বৃন্দাবনপাড়া এলাকার শিমুল হত্যা মামলারও আসামি।
গত মঙ্গলবার (২৭ মে) রাতে শহরের নবাববাড়ী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়ার উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে এবং রুহানি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।
পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানীকে খুন করা হয়। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসামি পলাশ ইসলাম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সাননিউজ/ইউকে