বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হক রানা, সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফি এবং দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার আমিন। তাদেরকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ও দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গাবতলী উপজেলার দোয়ারপাড়া, বগুড়া শহরের কানছগাড়ি এবং দুপচাঁচিয়া পৌরসভার মহলদার পাড়ায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হক রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তিনি গাবতলীর দোয়ারপাড়া গ্রামের জসু প্রামানিকের ছেলে। সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফি উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা। তিনি হামলা-নাশকতা মামলার আসামি। এছাড়া দুপচাঁচিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি।
সাননিউজ/ইউকে