ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো "ভূমি মেলা ২০২৫"। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ ও ডিজিটাল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা ছিল। এছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
"নিয়মিত কর দিন, জমি সুরক্ষিত রাখুন"—এই বার্তা সামনে রেখে মেলায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণটি হয়ে ওঠে প্রাণচঞ্চল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বাসরী সহানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভা শেষে আয়োজন করা হয় ভূমি বিষয়ক কাওয়ালি গান, ছোটদের কুইজ প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।
সাননিউজ/ইউকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            