কুমিল্লা মহানগরের আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে এক বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঠিকানা: ১৭৯/২, থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষীর গদির নিচে অস্ত্রটি রাখা ছিল। নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের ঘরে বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল ৩টা ৩০ মিনিটে সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে যান এবং পরে ভবন ত্যাগ করেন। সেই সময় ওয়াফির সঙ্গে আরো দুজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।
পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার এবং মাতার নাম নারগিস সুলতানা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাগিনা ।
আরো তথ্য পাওয়া গেছে যে, পূর্বে ওয়াফি আওয়ামী লীগ সমর্থক ছিল কিন্তু ৫ আগস্ট এর পরে সে দল পরিবর্তন করেছে।
ওয়াফি তার বন্ধুদের সাথে এই বিল্ডিং এর ছাদে মাদক সেবন করত। শুধু তাই নয় তার পরিবার এই বিল্ডিং এর বাকি ৩১ পরিবারকে জিম্মি করে রেখেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১ এর যৌথ টিম এখনো কাজ করছে।
সাননিউজ/ইউকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            