সিলেটে টিকিট নিয়ে টালবাহানা, বিমান অফিসে ভাংচুর-বিক্ষোভ
সারাদেশ

সিলেটে টিকিট নিয়ে টালবাহানা, বিমান অফিসে ভাংচুর-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি টিকিট নিয়ে টালবাহানার অভিযোগে উত্তেজিত প্রবাসীরা সিলেটের বিমান অফিসে বিক্ষোভ ও ভাংচুর করেছেন। বুধবার বিকেল ৩টার দিকে নগরীর মজুমদারি বিমান অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের আগে বিমানের টিকিটে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা ফিরে যেতে ভিড় করছেন। বুধবার সকাল থেকে কয়েকশ’ যাত্রী টিকিট কনফার্ম করতে এসেছিলেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এসময় কয়েকজন বিমান অফিসের গ্লাস ভাঙচুর করেছেন।

গোলাপগঞ্জের প্রবাসী রফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সকাল থেকে অপেক্ষা করছি। এনিয়ে অন্তত ২০/২১ বার এসেছি টিকিটের জন্য। কিন্তু তারা একেক সময় একেক কাগজ চাইছেন। একসাথে সব কাগজের কথা বলেন না। ভোগান্তির শেষ নেই আমাদের। তাছাড়া অফিসে ঢুকতে গেলেই দালালদের ৫শ’ থেকে হাজার টাকা দিতে হয়।

প্রবাসীদের অভিযোগের জবাবে বিমান অফিসের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, টিকিটের সঙ্কট নেই। মধ্যপ্রাচ্যে সপ্তাহে ৯টি ফ্লাইট যাচ্ছে। একসাথে অনেক যাত্রী আসায় কিছুটা ভোগান্তি হচ্ছে।

তিনি যাত্রীদের সব কাগজ একই সাথে ও কর বাবদ ২ হাজার টাকা নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরো বলেন, প্রতিদিন গড়ে ২শ’ জনের টিকিট কনফার্ম হচ্ছে। প্রথম দিনে সিরিয়াল নম্বর ও কাগজপত্র ঠিক থাকলে পরের দিন টিকিট দেয়া হচ্ছে। অন্য এয়ারলাইন্সে আসা যাত্রীদের এখন কোন টিকিট দেয়া হবেনা।

সান নিউজ/এক/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা