সারাদেশ

সারাদেশের ন্যায় যশোরেও ধর্ষণের প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে যশোরের রাজপথে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে শহরের গাড়ীখানা রোডে জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এর আগে দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদী ছাত্র সমাজের ব্যানারে ধর্ষণবিরোধী প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করা হয়।

হঠাৎ সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। যার ঢেউ গিয়ে পড়েছে রাজপথে। এরইমধ্যে যশোর সম্মিলিত সাংষ্কৃতিক জোট, যশোর মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজপথে কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাসদের ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পী, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে সারাদেশের ধর্ষণের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

দুপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের দায় রাষ্ট্র এড়াতে পারে না। অতীতে এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে বার বার এমন ঘটনা ঘটতো না।

সান নিউজ/ডিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা