সারাদেশ

ফরিদপুরে ধর্ষকদের বিরুদ্ধে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে রাজপথে শপথ নিয়েছে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে তাদেরকে যৌন নিপীড়ন বিরোধী শপথ বাক্য পাঠ করান নারী নেত্রী এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। এসময় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক নেতা কর্মী।

শপথ পাঠে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রায় দুই শতাধিক সদস্য। নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মত নিকৃষ্ট কর্ম থেকে সর্বদা বিরত থাকিব। সকল বয়সের নারী ও পুরুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করিব। যে কোন ধরনের অনৈতিক কর্মকান্ড দেখলে নিঃসংকোচে বীরদর্পে প্রতিবাদ করিব। দেশের আইনের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করিব বলে শপথ নেন তারা।

মানবন্ধন কর্মসূচীতে অংশ নেয় নন্দিতা সুরক্ষা, ৬৪ ডি ইনিসিয়েটিভস, চল পাল্টাই, স্বেচ্ছাসেবী বন্ধু মহল, বিডি ক্লিন ফরিদপুর, মানুষ মানুষের জন্য, মানবতার কল্যানে ফরিদপুর, উৎসর্গ পরিবার, অনুপ্রয়াস, উদ্যম, কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশন, তরুছায়া, কিং কারাতে বাংলাদেশ, রেডিও ফরিদপুর, প্রচেষ্টা, একতা ফাউন্ডেশন, উইথ শি ও উৎস ফরিদপুর এর সদস্যরা।

বক্তব্য রাখেন নন্দিতা সুরক্ষার তাহিয়্যাতুল জান্নাত রেমি, অনুপ্রয়াসের আবিদ শরীফ, ৬৪ ডি ইনিসিয়েটিভসের আরমান হোসেন, চল পাল্টাইয়ের সোহান সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয়, ধর্ষিতার ভিডিও ভাইরাল হয়। কিন্তু ধর্ষকের ভিডিও ভাইরাল হয় না। তারা বলেন, ধর্ষকদের কোন দলের অভাব হয় না, কারন তারা কোনো না কোনো দলের ছত্রছায়ায় একই কাজ বারবার করে পার পেয়ে যাচ্ছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে নয়, একজন ধর্ষক হিসাবে শাস্তি দিলে সমাধান হবে।

ধর্ষনের শাস্তি ফাঁসি চাই দাবী জানিয়ে বক্তারা বলেন, এভাবে অপরাধ বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখন ধর্ষকরা আরো হিংস্র হয়ে উঠবে। তখন আর কিছুই করার থাকবে না। তারা ধর্ষকদের উপযুক্ত শাস্তি ও তীব্র নিন্দা জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সান নিউজ/বিডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা