সারাদেশ

এক ঘন্টার প্রতিকী দায়িত্বে বরগুনার একাদশ শ্রেণীর ছাত্রী রাইমু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাইমু জামান। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের কাছ থেকে এক ঘন্টার জন্য প্রতীকি বিভাগীয় কমিমনারের দায়িত্ব গ্রহণ শেষে আলোচনা সভায় এ কথা বলেন রাইমু।

রাইমু জামান আরও বলেন, গত একমাসে ৩৩টির বেশী ধর্ষণ, নারী এবং কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন কন্যা হিসেবে এদেশের লাখো কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সমাজ। যেখানে হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোন কিশোরীকে ধর্ষণের শিকার হতে হবে না। যেখানে শান্তা কিংবা তৃপ্তির মত কোন কিশোরীকে ধর্ষণের শিকার হয়ে আর বেছে নিতে হবে না আত্মহত্যার পথ।

তিনি বলেন, বরিশাল বিভাগের প্রতীকি বিভাগীয় কমিশনার হিসেবে আমি সুপারিশ করছি, বরিশাল বিভাগের সকল কন্যা শিশুদের ইজ্জক এবং জান-মাল রক্ষায় সকল জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা ভিত্তিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কন্যা মিশু নিরাপত্তা বাস্তবায়ন কমিটি গঠন করা হােক। ইতিমধ্যে ধর্ষিত কিশোরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হােক। একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত বরিশাল গড়ে তোলা হােক। যেটি সমগ্র দেশের জন্য রোল মডেল হবে।

প্রতীকি এই কর্মকর্তা মনে করেন, ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে দাড়িয়ে যে সমস্যাগুলোর সম্মুখিন হতে হয় অনলাইন বিত্তিক সাইবার বুলিং। এরমাধ্যমে নারীরা চরম নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এখনো বাংলাদেশের অধিকাংশ কিশোরীরা জানে না ডিজিটাল নিরাপত্তা আইন সর্ম্পকে। তারা জানে না (১০৯২) হটলাইন সর্ম্পকে। তারা যোগাযোগ করতে পারছে না বিটিআরসিতে। আমি চাই বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের নের্তৃত্বে কিশোরী নিরাপত্তায় সাইবার টিম গঠন করে তোলা হোক।

একজন কন্যা শিশু সামাজিকভাবে শারীরীক গঠন, আকার, বেড়ে ওঠা, পারিবারিক অবস্থান বিবেচনায় বুলিংয়ের শিকার হচ্ছেন। যে কারনে তার পরিবার অনেকটা বাধ্য হয়ে বাল বিয়ের ব্যবস্থা করছেন। আমি চাই সকল ধরনের বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একটি নারী বান্ধব বরিশাল গড়ে তোলা হবে।

নারী বান্ধব সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে পরিবার থেকে। সর্বোপরি নারী বা পুরুষ নয় একজন মানুষ হিসেবে আমরা যেন সমাজে বাঁচতে পারি সেই ব্যবস্থা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহবান থাকবে সমাজের কন্যা শিশুদের অবাধ মুক্তি, নারী নির্যাতনমুক্ত এবং নারী বান্ধব একটি পরিবেশ গড়ে্ উঠুক। সকলে একত্রিত হয়ে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যাশা করি।

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন। দ্বায়িত্ব গ্রহণের পর তাকে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, এতি অত্যান্ত আশাব্যঞ্জক। নারীরা এখনো সমাজে-রাষ্ট্রে নানাভাবে নির্যাতন এবঙ বঞ্চনার শিকার হচ্ছেন। সেই প্রেক্ষাপটে রাইমু জামানের বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব গ্রহণ অন্যান্য কিশোরীদের ক্ষমতায়ন উৎসাহিত করবে। তিনি মনে করেন, নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠায় সমঅধিকার চর্চাটা পরিবার থেকে শুরু করতে হবে।

প্রসঙ্গত, রাইমু জামান উপকূলীয় জেলা বরগুনার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য শুরু হওয়া আপি...

নদীর পাড়ে চলছে মাটিখেকোদের দৌরাত্ম্য, ভাঙন আতঙ্কে গ্রামবাসী

মাদারীপুরের প্রধান দুটি নদী—আড়িয়াল খাঁ ও কুমার নদীর পাড়ের মাটি কেটে নিচ...

জোহরান মামদানির জয়ে ট্রাম্পের হুশিয়ারি

নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্ব...

খালেদা জিয়ার সিদ্ধান্তে মনোনয়ন পেলেন সিলেটের আরিফুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক মেয়র আর...

লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা চক্রের সদস্য গ্রেপ্তার

লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশী প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায়ের অপরাধে মানব...

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা