কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি, যুবদল,ছাত্রদলের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শত শত নারীকে লাঞ্চিত করা হয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসা নিয়েছেন। এই সকল হত্যাকান্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শেখ হাসিনার মাথা পালিয়ে গেলেও বডি রয়েছে এই দেশে। তার সেই সব সাঙ্গপাঙ্গরা দেশে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা পুরন বাসস্ট্যান্ডে স্থানীয় কৃষকদলের আয়োজনে খুনি হাসিনার ফাঁসির দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা খন্দকার মাশুকুর রহমান বলেন, আমাদের দলে একটা বেইমান ছিলেন। যার নাম শাহ মোঃ আবু জাফর। এই লোভি উচ্ছিষ্টভোগী নেতা বিএনপির সাথে বেইমানী করে রাতের আঁধারে কিং পার্টি খুলে শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নেন। ফরিদপুর-১ আসনে তিনি বিএনপি নেতা কর্মীদের ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই বেইমান নেতার ফাঁদে কোন বিএনপি নেতা কর্মী পা দিবেননা।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে খন্দকার নাসিরুল ইসলামকে এমপি নির্বাচনে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এই বিএনপি নেতা বলেন, শেখ হাসিনা বিচার করেছে সাক্ষ্য-প্রমাণ ছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে। ওই একই ট্রাইব্যুনালে এখন সত্য-সঠিক তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে। যা পৃথিবীর সবাই জানবে। আশা করি, শেখ হাসিনার ফাঁসি হবে। কারণ দেশের শিশুরাও এই খুনি হাসিনার ফাঁসি চায়।
বোয়ালমারী উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি,ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নয়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি,জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন,মহানগর বিএনপির সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ,সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, আতাউর খান, মোঃ ইকরাম হোসেন প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            