জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ১ রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে মো. মিজান (২৫) নামে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষ নিহত ৫
নিহত ব্যক্তি, বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
ঘাতক ব্যক্তি, বাড়ি গাজীপুর জেলায়।
জানা যায়, ঘাতক শাহাদাত (১৯) ও নিহত মো. মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। এরপর রোববার ভোরে তাদের পাওনা টাকা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় শাহাদাত হাতুড়ি দিয়ে মিজানের মাথায় একাধিক বার আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর পরে শাহাদাত মিজানের লাশ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল মুন্সীর বাড়ির ১ নারী দেখে ফেলেন। ঐ নারী আশপাশের লোকজনকে খবর দিলে লোকজন এসে শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।
আরও পড়ুন: সৈকতে অজ্ঞাত লাশ উদ্ধার
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন জানান, ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যায়। তারপর এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে সোপর্দ করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরপর ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ