জেলা প্রতিনিধি: কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ১ লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩ দিনে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় এই লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে উদ্ধার হাওয়া লাশের পরিচয় মেলেনি।
আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষ নিহত ৫
সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী জানান, কক্সবাজার জেলার কুতুবদিয়াপাড়া সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে আরও ১ লাশ ভেসে আসে। ৩ দিনে ৫টি লাশ উদ্ধার করা হয়। গতদিনের লাশগুলো সাগরের দুর্ঘটনায় ট্রলারের জেলেদের।
কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন জানান, জেলার কুতুবদিয়া পাড়া সৈকতে আরও ১ জনের লাশ ভেসে এসেছে। এরপর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল সৈকতের ইনানী থেকে ২ জনের, তার আগের দিন ১ জন নিয়ে মোট ৩ দিনে ৫ জনের লাশ ভেসে এসেছে।
সান নিউজ/এমএইচ