জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৪ কি.মি. এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহন নামে একটি বাসের পেছন থেকে সুরভি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এর ফলে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত একটি পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের (১০-১২) জন গুরুতর ভাবে আহত হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ মারা যায়নি। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            