ভোলা প্রতিনিধি : ভোলায় ভাসমান অসহায় ও দুস্থ বেদে পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
আরও পড়ুন : অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
শনিবার দুপুরে ভোলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন বেদে পল্লীতে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শতাধিক বেদে পরিবারে হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউল হক।
আরও পড়ুন : ৭২৬ শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ
ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিড়া, চিনি, বিশুদ্ধ পানি ও স্যালাইনসহ জরুরি ওষুধ। গত ১৫ দিনের বেশি সময় ধরে ঝড় বৃষ্টির কারণে নিজ কর্মে যেতে পারেনি এসব অসহায় বেদে পরিবার। এমতবস্থায় নৌবাহিনীর এ ত্রাণ সহায়তা পেয়ে খুশি তারা।
পর্যায়ক্রমে ভোলার বিভিন্ন গরিব অসহায় ও দুস্থদেরকে এই ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানান তারা।
সান নিউজ/এমআর