জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে বজ্রপাতে মেরিনা বেগম (৪৫), তার মেয়ে সাথী আক্তার (১৪) ও আব্দুল আলীম নামে ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: স্বর্ণসহ ২ পাচারকারী আটক
নিহতরা হলো, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও তার মেয়ে এবং মৃত আব্দুল আলীম হরিপুর উপজেলার যাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।
আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হবিবুর রহমান বলেন, রোববার দুপুর সাড়ে ১২টায় মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার ২জনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এই সময় হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এতে করে এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            