ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সহ সারাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বাড়িঘর ও ব্যবসাকেন্দ্রে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্মীয় উপসনালয়ে হামলার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান, আর্থিক ক্ষতিপূরণ ও সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ
শুক্রবার সকাল ১১ টায় শহরের ঠাকুরগাঁও শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পরপরই বিএনপি জামাত সমর্থিত একদল উচ্ছৃঙ্খল যুবক স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর বাড়িতে হামলা এবং জেলার প্রায় সব গ্রাম ও শহরে আওয়ামী লীগ সমর্থিত লোকজন ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের বাড়ি ও ব্যবসা কেন্দ্রে হামলা, লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এ কারণে জেলার কাশিপুর এলাকার ৭টি গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ নিরাপত্তার অভাবে বুধবার ধর্মগড় সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়ার চেষ্টা চালায়।
সান নিউজ/এমআর