সংগৃহীত
সারাদেশ

পানি কমতে শুরু করেছে

জেলা প্রতিনিধি: সাজেক-খাগড়াছড়ি সড়কে পাহাড়ি ঢলের কারণে যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে মঙ্গলবার (২ জুলাই) সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ৬ শতাধিক পর্যটক। এরপর মধ্যরাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসাতে শুরু করেছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৪৩,০৮৩ জন হাজি

বুধবার (৩ জুলাই) সকাল হতে পানি নেমে যেতে শুরু করেছে। এর ফলে আটকে থাকা সকল পর্যটকরা অতি দ্রুতই ফিরবেন বলে আশা সংশ্লিষ্টদের।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান, মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি কিছুটা কমেছে। এর ফলে রাস্তার পানিও কমতে শুরু করেছে। বুধবার সকাল থেকে এখন পর্যন্ত সাজেক সড়কে এখন পর্যন্ত কোনো গাড়ি যাতায়াত করেনি। আমরা এখন পানি কমার অপেক্ষা করছি। এরপর পানি কমলে গাড়ি চলাচল পনঃরায় শুরু করব। কিন্তু সকল কিছুই নির্ভর করছে বৃষ্টির ওপর।

আরও পড়ুন: ১৭ অঞ্চলে ঝড় হতে পারে

সাজেকর হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা জানান, বর্তমানে পর্যটকরা সাজেকেই অবস্থান করছেন। এই সময় বৃষ্টি না থাকায় তারা ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। এ সময় বাঘাইহাট থেকে আমাদের জানানো হয়েছে যে, পাহাড়ে পানি কমতে শুরু করেছে। এখন আর বৃষ্টি না হলে আশা করছি বিকেল নাগাদ এই পানি কমে যাবে, এর পরে হয়তো গাড়ি চলাচল শুরু হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, বর্তমানে বাঘাইছড়ি সদরসহ বাঘাইহাট-সাজেক সড়কের পানি কমতে শুরু করেছে। আশা করছি দুপুরের পরে পানি কমে যাবে, তার পরে পর্যটকরা যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

তিনি আরও জানান, এ সময় গঙ্গারামমুখ পর্যন্ত গাড়ি আসতে পারছে। এখন পর্যটকদের গঙ্গারামমুখ পর্যন্ত গাড়িতে এনে ডুবে যাওয়া সড়কের অংশ নৌকায় করে পার করার পরিকল্পনা করছি। তবে সবকিছুই নির্ভর করছে বৃষ্টির ওপর। বর্তমানে আর বৃষ্টি না হলে আশা করছি সব কিছুই খুব দ্রুত স্বাভাবিক হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা