মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালবদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: পানির দাম বাড়াল ওয়াসা
আটককৃতরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন (৪০) ও হাসান (১৭)। আনোয়ার মালবদিয়া গ্রামের মৃত সফজ উদ্দিনের ছেলে এবং হাসান একই গ্রামের হারুন শেখের ছেলে।
জানা গেছে, ভোটগ্রহণের সময় দুপুর আড়াই টার দিকে তারা মালবদিয়া কেন্দ্রে ভোট দিতে আসলে সন্দেহ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সঠিকভাবে বলতে না পারায় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মালবদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আমির হোসাইন বলেন, ২ ব্যক্তি ভোটকেন্দ্রে ভোট দিতে আসলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন আইএমও’র মহাসচিব
পরে তাদের নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তারা সঠিকভাবে তা বলতে না পারায় তাদের আটক করে রাখা হয়। ম্যাজিস্ট্রেট আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তৃতীয় ধাপে মুন্সীগঞ্জের ২ উপজেলা সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ২ উপজেলায় মোট ১৮৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
২ উপজেলায় মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ৩ জন। ভোটকেন্দ্রগুলোর মধ্যে সিরাজদীখানে ৩৮টি ও শ্রীনগরে ৪৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। শ্রীনগরের ৯৩টি কেন্দ্র এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৩৫৮ জন। সিরাজদীখানের ৯৬ টি কেন্দ্র এবং মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৪৬ জন।
আরও পড়ুন: তদন্তাধীন মামলায় বিবৃতি বন্ধে নোটিশ
শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে দোয়াত-কলম প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য আওয়ামী লীগ নেতা এম মাহবুব উল্লাহ কিসমত।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন কাপ-পিরিচ প্রতীকে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াহিদুল রহমান জিঠু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: নানা সমস্যায় জর্জরিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়
অপরদিকে সিরাদীখানে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বচনের মাঠে রয়েছেন।
এদের মধ্যে সিরাজদিখানে স্থানীয় এমপির আর্শিবাদ পুষ্ট বিশিষ্ট শিল্পপতি আওলাদ হোসেন মৃর্ধা আনারস প্রতীকে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাপ-পিরিচ প্রতীকে, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাইনুল হাসান নাহিদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। অপর ২ জন প্রার্থী থাকলেও পুরো উপজেলাজুড়ে আলোচনায় রয়েছেন ৩ প্রার্থী।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            