জেলা প্রতিনিধি : চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুনের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : আ’লীগ নিতে নয় দিতে এসেছে
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন : অপশক্তির বিনাশ ঘটার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
সান নিউজ/এমআর