কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার বেলা পৌনে ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান থেকে নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আগমনের সময় একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিককে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাননিউজ/আরআরপি