পিপিইতে ফের চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ব পাটকল 
বাণিজ্য

পিপিইতে ফের চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ব পাটকল 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: পাটকল শ্রমিকদের সকল আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে অব্যাহতি দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমসি খুব দ্রুত খুলনাসহ দেশের সকল রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো পিপিই’র ভিত্তিতে চালু করবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বিশেষ সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এসব কথা জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সকল রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো চালুর আগ পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ পাটকলগুলোর রক্ষণাবেক্ষণ ও তদারকি করা রাষ্ট্রীয় এবং নৈতিক দায়িত্ব মিলগুলোর প্রকল্প প্রধানসহ মিলের সকল কর্মকর্তা-কর্মচারীর।

সরকারি সিদ্ধান্ত অনুসারে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পিপিই’র ভিত্তিতে চালু না হওয়া পর্যন্ত মিলগুলোর গুরুত্বপূর্ণ মালামাল চুরি হওয়ার আশঙ্কায় পাটকলগুলোর নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মিলগুলো সচল থাকার সময়ও যেমন মিলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব ছিল কর্মকর্তাদের, তেমনি এই বন্ধকালেও তাদের এই দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই।

পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মিলগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় মিল কর্তৃপক্ষের পাশে থেকে সহযোগী হিসেবে কাজ করবে। প্রতিটি পাটকলে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করার পরামর্শ দেন তিনি।

সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, জেলা প্রশাসনের আইসিটি বিভাগ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মিলগুলোর নিরাপত্তা জোরদার করতে সকল ধরনের সহযোগিতা দেবে। প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।

পাটকলগুলোর নিরাপত্তায় ইতোমধ্যে অস্ত্রসহ আনসার নিয়োগের অনুমোদন হয়েছে। সভায় শিল্পপুলিশ ও নৌ-পুলিশের কার্যক্রম বাড়ানোসহ মিলগুলোর নদী তীরবর্তী সীমানায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় র‌্যাব, জেলা পুলিশ, শিল্পপুলিশ, নৌ-পুলিশ, বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তাসহ পাটকলগুলোর প্রকল্প প্রধানরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোরআন-সুন্নাহর শাসনই চূড়ান্ত লক্ষ্য: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বল...

মিডিয়ার হাতে গোপনীয়তা খুন!

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন,...

সচিবালয়ের পথে শিক্ষকরা, কর্মবিরতি গড়াল দ্বিতীয় দিনে

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এ...

স্বাধীনতার কোনো মূল্য হয় না; এটা অমূল্য

ইসরায়েলের কারাগারে বন্দিজীবন থেকে মুক্তি পাওয়া ফ...

বিচার ব্যবস্থায় নতুন যুগ, শুরু অনলাইন জামিননামা কার্যক্রম

হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক...

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটবে

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে...

অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় মূলহোতা রাসেল গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম...

শাহবাগ অবরোধ করেছেন শিক্ষকরা

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক...

শিক্ষকদের ঢল শহীদ মিনারে, শাহবাগ অবরোধের প্রস্তুতি

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষ...

জাতীয় নির্বাচন নিয়ে গভীর শঙ্কা বিএনপির

নির্বাচন কমিশন ও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা