বাণিজ্য

নগদের নামে ৩ কোটি টাকা নিয়ে উধাও

নিজস্ব প্রতিনিধি, সুজানগর (পাবনা): পাবনা সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের ‘নগদে টাকা রাখলে লাভ বেশি এজন্য সরকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ডিজিটাল সেবা দেবার জন্য পোস্ট অফিসের পাশাপাশি একটি সংস্থা চালু করেছে নগদ।’

এভাবে ভুল বুঝিয়ে পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের যোগসাজসে ঐ এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী করে বলেন, এক লাখ টাকায় প্রতি মাসে ১০০০ টাকা করে লাভ দেয়ার কথা বলে টাকা জমা নেয় তারা। আমাদের একেকজনের কাছ থেকে ২ লাখ, ৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ করে টাকা নিয়েছে। পোস্টম্যান নূর হোসেন বকুল আমাদের বলে নগদে টাকা রাখলে লাভ বেশি হবে। তিনি আমাদের নগদের টোকেনও দিয়েছেন।

তারা আরও বলেন, টোকেনে লেখা আছে পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ রেজিঃ নং-সি-৫৩৬৭৭ (৩৪২) ২০০৪। আমরা কিছুদিন পরে পোস্ট অফিসে টাকা তুলতে গেলে পোস্টম্যান নূর হোসেন বকুল ও পোস্টমাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ আমাদের সাথে শুরু করেন নানা টালবাহানা। টাকা না দিয়ে দিনের পর দিন ঘুরাতে থাকে।

আরও পড়ুন: দুঃখ প্রকাশ করতে বললেন শিক্ষামন্ত্রী

তখন আমরা বিষয়টি আমাদের স্থানীয় সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরীকে জানালে তিনি অভিযুক্ত পোস্টম্যানকে পরিষদে ডেকে নেন এবং কথা বলে বুঝতে পারেন যে তারা গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, নগদে টাকা রাখলে লাভ বেশি, এমন লোভ দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার একদিন পরেই পাবনার ডেপুটি পোস্টমাস্টার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল্লাহ আল মাহমুদকে সাতবাড়িয়া পোস্ট অফিসে এবং সাতবাড়িয়ার পোস্টমাস্টার রফিকুল ইসলামকে সাগরকান্দি পোস্টঅফিসে বদলি করেন।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

অন্যদিকে, সাতবাড়িয়ার নতুন পোস্টমাস্টার রফিকুল ইসলাম জানান, পোস্টম্যান নূর হোসেন কোথায় আছে তা তিনি জানেন না, তবে গ্রাহকের বই হাতের দেখে বলেন যে এসব বই ডাক বিভাগের না। গ্রাহকের সাথে প্রতারণা করা হয়েছে।

এ ঘটনায় পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের সাথে কথা বললে তিনি এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেন।

এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, তিনি বিষয়টি কয়েকজন ভুক্তভোগীর মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম দিয়েছে আ’লীগ

এছাড়া পাবনার ডেপুটি পোস্টমাস্টার আনোয়ার হোসেন বলেন, আমাদের একজন পোস্টম্যান লাখে এক হাজার টাকা লাভ দেয়ার কথা বলে পল্লী কুরিয়ার সার্ভিস প্রা. লি. (নগদ) এর মতো করে বই তৈরি করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। পোস্ট অফিসের সাথে কুরিয়ারের এ ধরনের কোন সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনও ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ‘শাটডাউন’ পালন

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা