বাণিজ্য

শেয়ারবাজারমুখী দেশি-বিদেশি লাখো বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাসে বিশ্ব অর্থনীতি রয়েছে অস্থিরতায়। সব দেশেই চলছে সব ধরনের বিনিয়োগ খরা। এ অবস্থায় কিছুটা আলো দেখাচ্ছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। সংকট কাটিয়ে নতুন ধারায় ফিরতে শুরু করেছে পুঁজিবাজার। জানা গেছে, গত এক মাসে দেশের শেয়ারবাজারে নতুন করে লাখো বিনিয়োগকারী যুক্ত হয়েছেন।

শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারবাজারে দীর্ঘদিন সুশাসনের অভাবে নেতিবাচক ধারায় ছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন প্রশাসন সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা অনেকটাই বেড়েছে। ফলে নতুন করে বাজারমুখী হচ্ছেন অনেকেই।

শেয়ারবাজার সূত্র বলছে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিল, বাজারে খারাপ মানের কোনো কোম্পানিকে শেয়ারবাজার থেকে টাকা তুলতে অনুমতি দেবে না। ভালো ভালো কোম্পানিকে দ্রুততার সঙ্গে আইপিও অনুমোদন দেবে। তাদের অঙ্গিকার বাস্তবায়ন শুরু হয়েছে। এ কমিশন দায়িত্ব নেওয়ার পর মিথ্যা, অতিরঞ্জিত মুনাফা ও সম্পদের তথ্য দেয়ায় বেশ কয়েকটি কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে।

একই সময় ভালো কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। যেমন দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি রবির আইপিও অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর থেকে আইপিও আবেদন শুরু হবে। কমিশনের তড়িৎ কর্মকান্ড বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে।

কমিশন সূত্রে জানা গেছে, শেয়ারবাজারকে সঠিক ধারায় ফেরাতে আরও কিছু কঠিন পদক্ষেপ নিয়েছে বর্তমান কমিশন। আর্থিক প্রতিবেদনে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়ে সুহৃদ ইন্ডাস্ট্রিজের একাউন্টসহ সব পরিচালকের শেয়ার ও ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। সিএনএটেক্স এবং তুংহাই নিটিংয়ের সাবেক এমডিসহ তিন পরিচালককে বিনা ঘোষণায় ১২ কোটি টাকার শেয়ার বিক্রি করায় জরিমানা করা হয়েছে ১৪ কোটি টাকা।

এবার কমিশন তাদের পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে এ ধরনের বন্ডে ব্যক্তি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, নতুন কমিশন যে কাজ করছে, তাতে মানুষের আস্থা কিছুটা ফিরছে। এটা ধরে রাখতে হবে। বাজারে যদি আগের মতো কারসাজি ফিরে আসে এবং বিচার না হলে মানুষ আবারও আস্থা হারাবে।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৫ হাজার ৬৫টি। যা ৩০ সেপ্টেম্বর ছিল ২২ লাখ ৮৪ হাজার ৮০২টিতে। অর্থাৎ গত এক মাসে বিও হিসাব বেড়েছে ১ লাখ ২৬৩টি। এ নতুন বিও হিসাবধারীদের মধ্যে পুরুষ ও নারী উভয় ধরনের বিনিয়োগকারীই আছেন। সেই সঙ্গে বেড়েছে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা।

কোম্পানি বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৭ লাখ ৫৫ হাজার ২১৫টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৮ হাজার ৬১৩টি। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ৭৬ হাজার ৬০২টি। অপরদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৩২৫টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ৫ লাখ ৯২ হাজার ৮০৬টি। এ হিসাবে নারী বিনিয়োগকারীদের বেড়েছে ২৩ হাজার ৫১৯টি।

এদিকে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৩ হাজার ৫৩৫টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ১৩ হাজার ৩৮৩টিতে। সে হিসাবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৫২টি। ব্যক্তি বিনিয়োগকারীদের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ২২ লাখ ৩৯ হাজার ৪০৩টি। যা সেপ্টেম্বর শেষে ছিল ২১ লাখ ৪৮ হাজার ৩৪৫টি।

অর্থাৎ দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৯১ হাজার ৫৮টি। অপরদিকে বর্তমানে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১ লাখ ৩২ হাজার ১৩৭টি। সেপ্টেম্বর শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৭৪টিতে। অর্থাৎ প্রবাসী ও বিদেশি বিও হিসাব বেড়েছে ৯ হাজার ৬৩টি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা