ছবি-সংগৃহীত
খেলা
আইপিএল

প্লে-অফের ৪ দল ও সূচি

ক্রিড়া প্রতিবেদক : দীর্ঘ প্রায় দেড় মাস ও ৭০ ম্যাচের লড়াইয়ের পর নিশ্চিত হলো জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের শেষ চারের লাইন আপ। রোববার (২১ মে) চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ দলের মধ্যে প্লে-অফে শিরোপার লড়াইয়ে টিকে থাকা অন্য দলগুলো হলো- গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস।

আরও পড়ুন : কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুলের চোটে নেতৃত্ব পাওয়া ক্রুনাল পান্ডিয়া লখনৌ সুপার জায়ান্টসকে রেখেছেন তিন নম্বরে। তাদের পয়েন্টও ১৭। তবে রানরেটে এগিয়ে থাকায় চেন্নাই দুইয়ে, লখনৌ তিন। আর ১৬ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে নাম লিখিয়েছে রোহিত শর্মার মুম্বাই।

আইপিএলের প্লে-অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।

প্লে-অফের সূচি -

প্রথম কোয়ালিফায়ার : ২৩ মে- গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস।
ভেন্যু- এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

এলিমিনেটর : ২৪ মে- লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স।
ভেন্যু- এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মার্টিনেজ !

দ্বিতীয় কোয়ালিফায়ার : ২৬ মে- প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল।
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

ফাইনাল : ২৮ মে- প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী।
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা