ছবি-সংগৃহীত
খেলা

আইপিএল খেলতে দেশ ছাড়ছেন লিটন

স্পোর্টস ডেস্ক : জনপ্রিয় ফ্রাঞ্চইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলে প্রথম বারের মত সুযোগ পেয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। ভারতের ঘরোয়া এই ক্রিকেট লিগের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে জাতীয় দলের ব্যস্ততায় এতদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটন। অবশেষে অপেক্ষার পালা ফুরোতে যাচ্ছে তার।

আরও পড়ুন : ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে আইনি নোটিশ

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এই টাইগার মারকুটে ওপেনার।

যদিও তার দল তখন থাকবে আহমেদাবাদে। গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নিজেদের তৃতীয় ম‌্যাচ খেলবে সেখানে। দিনের ম‌্যাচ খেলে রাতেই আবার দলটি কলকাতার বিমান ধরবে।

আগামী ১৪ এপ্রিল কলকাতার পরবর্তী ম‌্যাচ সানরাইজার্স হায়দরাবাদ, ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

আরও পড়ুন : ঈদের আগে ও পরে ফিলিং স্টেশন খোলা

তবে লিটনের জন‌্য প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম‌্যাচেই রান পেয়েছেন। ভালো সূচনা এনে দিয়েছেন। শেষ ম‌্যাচে পেয়েছেন ফিফটি।

তাছাড়া এরই মধ‌্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। সাকিবের পরিবর্তে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে। লিটন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবুও তার সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন : দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

আবার কলকাতার হয়ে পুরো মৌসুমে থাকতে পারবেন না লিটন। আগামী মে মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দলের সাথে যোগ দেবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা