লিভারপুলের পয়েন্ট নষ্ট, সিটি আছে জয়ে
খেলা

সিটি, স্পার্স, আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল। আর্সেনালের কাছে ২-১ গোলে হেরেছে তারা। টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি জয়ের ধারাতেই আছে। তারাও একই ব্যবধানে হারিয়েছে বোর্নমাউথকে।

নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাটা কাগজে-কলমে এখনো ধরে রেখেছে টটেনহাম।

বুধবার রাতের অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ১-১ গোলে ড্র করেছে বার্নলির সঙ্গে। পয়েন্ট টেবিলে ছয়ে আছে এখন উলভার। বার্নলি আটকে ১০ নম্বরেই।

টটেনহাম ম্যাচে হিয়ুং-মিন সন স্কোরলাইন ওপেন করেন ২৭ মিনিটে। নিউক্যাসলের স্কটিশ মিডফিল্ডার ম্যাট রিচি ৫৬ মিনিটে সেই গোল শোধ করেন।

এরপর হ্যারি কেইন ঝড়ে পরে নিউক্যাসল। ৬০ ও ম্যাচের শেষ মিনিটে তার দুই গোলে ৩-১ ব্যবধানের জয় পায় টটেনহাম। লিগে এখন পর্যন্ত ১৫ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড কেইন।

খেলার ধারা বিচার করলে টেবিলের তলানিতে থাকা বোর্নমাউথের বিপক্ষে জয় প্রাপ্যই ছিল ম্যানচেস্টার সিটির। ম্যাচের ৬ মিনিটেই ডেভিড সিলভার গোলে লিড নেয় সিটিজেনরা। ব্যবধান দ্বিগুণ হয় গ্যাব্রিয়েল জেসুসের গোলে, ৩৯ মিনিটে।

বিরতির পর অবশ্য জাল খুঁজে পেতে বেশ সমস্যা হয় সিটির। উল্টো ৮৮ মিনিটে ডেভিড ব্রুকসের গোলে ব্যবধান কমায় বোর্নমাউথ। যদিও শেষ পর্যন্ত সিটির আর কোন বিপদ হয়নি। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই আছে ম্যানচেস্টার সিটি।

তবে একে থাকা লিভারপুল আবারো পয়েন্ট হারিয়েছে। এবার তারা হেরেছে, তাও আর্সেনালের কাছে। জিতলেও পয়েন্ট তালিকায় নয়েই গানাররা।

সাদিও মানের গোলে ২০ মিনিটে লিড নিয়েছিল লিভারপুল। অল রেড রক্ষণের ভুলে ৩২ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল, লাকাজেত্তে করেন গোল। ৪৪ মিনিটে ফরোয়ার্ড নেলসনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ম্যাচেও যেমন ফিরতে পারেনি লিভারপুল, তেমনি আর্সেনালও পায়নি আর গোল।

জিতেও নয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৩। হেরে ১০০ পয়েন্টের সম্ভাবনা নষ্ট করলো লিভারপুল। ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা অলরেডদের বাকি আছে দুটি ম্যাচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জে পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্...

মোরেলগঞ্জে পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্...

ডিজিটাল ব্র্যান্ডিং লিডার দেবাশীষ দাস

দেশের অন্যতম সৃজনশীল টেলিভিশন গ্রাফিক্স ও ডিজিটাল ব্র্যান্ডিং বিশেষজ্ঞ দেবাশী...

ইয়োগা ও মানসিক সুস্থতার

দেশের ডিজিটাল ব্র্যান্ডিং ও ব্রডকাস্ট গ্রাফিক্স জগতের অন্যতম পরিচিত মুখ দেবাশ...

মোশন গ্রাফিক্স ডিজাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা

আজকের বিশ্ব প্রযুক্তির অদ্ভুত এক মোড়ে দাঁড়িয়ে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (A...

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা