স্পোর্টস ডেস্ক:
ইতোমধ্যেই জেতা হয়েছে এক ম্যাচ। শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যেখানে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে ৩২ বছরের অপেক্ষা ঘুচানোর। ইংল্যান্ডের বিপক্ষে এই লক্ষ্য নিয়েই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ক্যারিবিয়রা।
ইংল্যান্ডের মাটিতে দুই দল এ পর্যন্ত টেস্ট খেলেছে ৮৭টি। এরমধ্যে স্বাগতিকরা জিতেছে ৩৪ ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩১ টেস্ট। ম্যাচ ড্র হয়েছে ২২টি।
আর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ইংলিশদের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে ২১টি। ইংল্যান্ড জিতেছে ১১টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ৮টি সিরিজে এবং ড্র হয়েছে বাকি ২টি।
ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সিরিজ জিতেছিল ১৯৮৮ সালে। পাঁচ ম্যাচের সেই সিরিজ ক্যারিবিয়রা জিতেছিল ৪-০ ব্যবধানে।
অবশ্য ইংল্যান্ড ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ৮টি টেস্ট সিরিজ হারেনি। ১৯৯১ ও ১৯৯৫ সালে খেলা সিরিজ দুটি ড্র হয়েছিল। এরপর টানা ৬টি টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড।
এই অপেক্ষা ঘুচানোর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ যে বেশি আত্মবিশ্বাসী তা আর বলার অপেক্ষা রাখে না। দাপটের সঙ্গে সাউদাম্পটনে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডারও দেখিয়েছেন দারুণ নেতৃত্ব গুণ।
এদিকে ইংল্যান্ড দলে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরছেন নিয়মিত অধিনায়ক জো রুট। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি।
দ্বিতীয় টেস্টের ১৩ সদস্যের স্কোয়াডেও তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। রুটকে জায়গা দিতে গিয়ে দলে নেই জো ডেনলি। প্রথম টেস্টের দুই ইনিংসে ডেনলি ১৮ ও ২৯ রান করেছিলো।
এই ম্যাচের স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকেও। রুট দলে ফেরায় বেন স্টোকস সহ-অধিনায়কের দায়িত্বে ফিরছেন। আর প্রথম টেস্টের একাদশে জায়গা হারিয়ে ক্ষোভ জানানো স্টুয়ার্ট ব্রডের সম্ভাবনা আছে এই ম্যাচে ২২ গজে খেলার।
সান নিউজ