ছবি: সংগৃহীত
বিনোদন

সংসার ভাঙল গায়িকা কণার, নেপথ‍্যে কী?

সাননিউজ ডেস্ক

প্রায় অর্ধযুগ সংসার করার পর বিচ্ছেদ ঘটালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। কয়েক বছর ধরেই সংসারে টানাপোড়েন চলছিল এই গায়িকার। দেড় বছর ধরে গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। স্বামীর সঙ্গে দূরত্ব করে নতুন সম্পর্কে জড়িয়েছেন কণা। এরপর গত ১৬ জুন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই জানিয়েছেন।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে দশটার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন কণা। ওই পোস্টে বিচ্ছেদের কথা জানান গায়িকা।

শুরুতেই কণা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কণা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তাঁরই ইশারায়।’

‎‎এরপর বিচ্ছেদের খবর দিয়ে লেখেন, ‘আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

তিনি আরও লিখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

কাজে মন দিতে চান জানিয়ে কণা আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

দীর্ঘ ৭ বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন গায়িকা কণা। গোলাম মো. ইফতেখার গহীন পেশায় ব্যবসায়ী। তাদের বিয়েটা যেমন নীরবেই হয়েছিল, তেমনই বিচ্ছেদও সেরেছেন নীরবে।

এদিকে গুঞ্জন চলছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কণা। এ নিয়ে এক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়। সেখানে বলা হয়, মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কণা। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে।

যদিও কণা বিষয়টি অস্বীকার করেন। তবে পরকীয়ার গুঞ্জন ছড়াতেই স্বামী গহীনের সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

নোয়াখালীর সদর উপজেলা থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে ঢ...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা