স্পোর্টস ডেস্কঃ
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সূচি ঘোষণা করেছে ফিফা। ২১ নভেম্বর হবে উদ্বোধনী ম্যাচ। ভেন্যু আল খোর শহরের আল বাইয়াত স্টেডিয়াম। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর, দোহার লুসাইল স্টেডিয়ামে।
উদ্বোধনী ম্যাচে খেলবে স্বাগতিক কাতার। অবশ্য এছাড়া বিশ্বকাপের আর কোন দল এখনো নির্ধারিত হয়নি।
গ্রুপ পর্বের ম্যাচ হবে ১২ দিনে। যেখানে একদিনে চারটি করে ম্যাচ হবে। গ্রুপ পর্বের ড্র হবে ২০২২ সালের মার্চে।
বিশ্বকাপের প্রথম দুই রাউন্ডের ম্যাচ হবে কাতারের স্থানীয় সময় দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায়। আটটি স্টেডিয়ামে হবে এসব ম্যাচ। প্রতিটি ভেন্যুর দূরত্ব ৪০ মাইলের মধ্যে। নক আউট পর্বের ম্যাচগুলো হবে সন্ধ্যা ৬টা ও রাত ১০টায়।
সান নিউজ