ক্রীড়া প্রতিবেদকঃ
ভারতীয় দলের সাবেক অলরাউন্ডার বাপু নাদকারনি আর নেই। মূলত বার্ধক্যজনিত কারণে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
এই অলরাউন্ডারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং একমাত্র কন্যাকে রেখে গেছেন।
মূলত নিখুঁত লাইন লেহ্নের জন্য নাদকারনি সুপরিচিত ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টানা ২১ ওভার বল করে সবগুলো মেডেন ওভার নেন। তার করা সে রেকর্ড সেসময় বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দেয়।
১৯৫৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাদকারনির। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৯৬৮ সালে অকল্যান্ডে।
খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি স্পিনার হিসেবে পরিচিত ছিলেন নাদকারনি। দেশের হয়ে খেলেছেন ৪১টি টেস্ট। ব্যাট হাতে ১৪১৪ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৮৮ উইকেট। ৪৩ রানে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সেই পরিসংখ্যান ভীষণ সমৃদ্ধ। ৮৮৮০ রানের সঙ্গে প্রথম শ্রেণিতে আছে তার ৫০০ উইকেট।
১৯৬০-৬১ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে কানপুর ও দিল্লি টেস্টে তার বোলিং ফিগার ছিল রীতিমত বিস্ময় জাগানিয়া। কানপুরে উইকেটশূন্য থাকলেও ৩২ ওভার বল করে ২৪টিই মেডেন নেন, রান দেন মাত্র ২৩।
এরপর দিল্লিতেও নিখুঁত লাইন লেহ্নে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভড়কে দিয়েছিলেন এই স্পিনার। ৩৪ ওভার বল করে মেডেন নেন ২৪টি, ২৪ রান দিয়ে নেন ১টি উইকেট।
সান নিউজ/সালি