ফুটবলারদের সঙ্গে সালাহউদ্দিনের সভায় প্রণোদনার আশ্বাস
খেলা
আপাতত লক্ষ্য বিশ্বকাপ বাছাই

ফুটবলারদের সাথে সালাহউদ্দিনের সভা

ক্রীড়া প্রতিবেদক:

গত মৌসুমের চুক্তি নয় আপাতত বিশ্বকাপ বাছাই নিয়ে ফুটবলারদের চিন্তা করতে বলেছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে খেলোয়াড়দের সাথে এক আলোচনায় বসে সভাপতি কাজী সালাহউদ্দিন এই আহ্বান জানান।

করোনা ভাইরাসের কারণে গত মে মাসে এবারের মৌসুমের প্রিমিয়ার ফুটবল লিগ মাঝপথেই বাতিল করে ফেডারেশন। তবে খেলোয়াড়দের সাথে ক্লাবগুলোর চুক্তির কি হবে এবং চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের যে টাকা বাকি আছে সেই অর্থেরই বা কি হবে সে ব্যাপারে বাফুফে এখনো পর্যন্ত কোন দিক নির্দেশনা দেয়নি।

এর মাঝেই বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দিন তারিখ ঘোষণা করে ফিফা। ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো বিশ্বকাপ ফুটবল বাছাই লড়াই শুরু হবে বাংলাদেশের। যদিও আপাতত দেশে ঘরোয়া ফুটবল শুরুর আপাতত কোন সম্ভাবনা নেই।

তাই বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে ক্লাব চুক্তি সহ বিশ্বকাপ বাছাই এবং নানা বিষয় নিয়ে আলোচনার জন্য কিছুদিন আগে চিঠি দিয়েছিলেন জাতীয় দল সহ অন্যান্য ফুটবলাররা। সেই চিঠির প্রেক্ষিতেই আজ বাফুফে ভবনে সভাপতি খেলোয়াড়দের নিয়ে আলোচনায় বসেছিলেন।

সভাশেষে কাজী সালাহউদ্দিন বলেন, আপাতত খেলোয়াড়দের বিশ্বকাপ ফুটবল বাছাই নিয়ে মনোযোগী হতে তিনি অনুরোধ করেছেন। করোনা ভাইরাসের প্রভাব দেশে কবে কাটবে এবং কবে দেশের খেলাধূলা স্বাভাবিক হবে সেই বিষয়টা যেহেতু অনিশ্চিত তাই তা নিয়ে না ভেবে নিজের ফিটনেস ধরে রাখার প্রতি মনোযোগী এবং বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে কিভাবে প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলা যায় তা নিয়ে চিন্তা করার অনুরোধ করেছেন তিনি।

সভায় জাতীয় ও অন্যান্য পর্যায়ের মোট ১৯ জন ফুটবলার উপস্থিত ছিলেন। সেখানে থাকা জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন সভাশেষে সাংবাদিকদের বলেন, বর্তমানের এই অবস্থায় খেলোয়াড়রা আর্থিকভাবে একটু হলেও খারাপ অবস্থায় আছে।

তাই সভাপতি কাজী সালাহউদ্দিনকে তারা অনুরোধ করেছেন গত মৌসুমে ক্লাবগুলোর সঙ্গে ফুটবলাররা যে চুক্তি করেছিল সেই চুক্তির ব্যাপারে নতুন দিক নির্দেশনা যাতে বাফুফে দ্রুত দেয় এবং গত লিগ যেহেতু বাতিল করা হয়েছে সেক্ষেত্রে আগামী লিগ যাতে অন্তত ২ বা ৩ মাসের মধ্যে শুরু করা হয়।

লিগ শুরু হলে আর্থিকভাবে খেলোয়াড়রা কিছুটা স্বচ্ছল হতে পারবে। বাফুফে যাতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এসব ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয় সে ব্যাপারে কাজী সালাহউদ্দিনের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান মামুনুল। সভাপতি তাদের আশ্বাস দিয়েছেন ক্লাবের সাথে কথা বলে এসব ব্যাপারে ফুটবলারদের জানানো হবে।

সভায় থাকা গোলরক্ষক আশরাফুল রানা বলেন, বাফুফে সভাপতি তাদের আশ্বাস দিয়েছেন দু:স্থ ফুটবলারদের জন্য সরকারী প্রণোদনা ব্যবস্থা করার ব্যাপারে ফেডারেশন কাজ করছে।

এছাড়া লিগ বাতিলের প্রেক্ষিতে ক্লাবগুলোর সাথে ফুটবলারদের চুক্তি এবং আগামী মৌসুমের ব্যাপারেও ক্লাবগুলোর সাথে ফুটবলাররা কিভাবে কাজ করবেন সেসব নিয়ে ফেডারেশন কাজ করছে। দ্রুতই এসব ব্যাপারে বাফুফে সমাধান দিবে বলে ফুটবলারদের আশ্বাস দেন তিনি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার

খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুম...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

"রাজপথের লড়াই শুরু, পুরাতন বন্দোবস্তে ফিরবো না"

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, এসি রুমে বসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা