শেষ চারে আর্সেনাল, চেলসি ও ম্যান সিটি
খেলা
এফএ কাপ

সেমিফাইনালে আর্সেনাল, চেলসি ও ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক:

এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। নিজেদের ম্যাচে আর্সেনাল ২-১ গোলে হারায় শেফিল্ড ইউনাইটেডকে।

অন্য ম্যাচে চেলসি ১-০ গোলে জেতে লিস্টার সিটির বিপক্ষে। আর সেন্ট জেমস পার্ক ভেন্যুতে চ্যাম্পিয়ন ম্যাচস্টোর সিটি ২-০ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে।

ভিএআরে গোল বাতিল, পেনাল্টি গোলসহ সব মিলে বেশ উত্তেজনাকর ম্যাচ ছিল আর্সেনাল ও শেফিল্ড ইউনাইটেডের লড়াই।

ম্যাচের ৮ মিনিটেই গোল পেয়েছিল শেফিল্ড। কর্ণার থেকে পাওয়া বলে হেড করে গোল করেছিলেন লুন্ডস্ট্রাম। কিন্তু ভিএআরে দেখা যায় অফসাইডে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

গানাররা লিড নেয় ২৫ মিনিটে। প্রতিপক্ষ ডি বক্সে লাকাজেত্তে ফাউলের শিকার হন। স্পট কিক থেকে গোল করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড নিকোলাস পেপে।

মিনিট তিনেক পরই আবারো পেপে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শট আটকে দেন শেফিল্ড কিপার হেন্ডারসন। প্রথমার্ধের শেষ দিকেও আরেকবার সুযোগ পেয়ে বাইরে বল পাঠান পেপে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগতে থাকে আর্সেনাল। আর শেফিল্ড গোল পায়নি গানার রক্ষণের দৃঢ়তায়।

৮৭ মিনিটে সেই আর্সেনাল ডিফেন্সকেই ফাঁকি দেন আইরিশ ম্যাকগোল্ডরিক। সমতায় নির্ধারিত সময়ের শেষের দিকে এগুতে থাকে ম্যাচ।

কিন্তু যোগ করা সময়ে শেফিল্ডের সাফল্য ম্লান করে দেন বদলি খেলোয়াড় দানি সেবালোস। কেতিয়ার বাড়ানো বল পেলেও পেপে শেফিল্ড রক্ষণকে ফাঁকি দিতে পারেননি।

সুযোগ কাজে লাগান স্প্যানিয়ার্ড মিডফিল্ডার সেবালোস। ম্যাচ জিতে শেষ চারে নাম লেখায় ১৩ বারের এফএ কাপ জয়ী আর্সেনাল।

কিং পাওয়ার স্টেডিয়ামে অন্য কোয়ার্টারে শুরু থেকে চেলসি রক্ষণকে দারুণ ব্যস্ত রেখেছিল লিস্টার সিটি। বিশেষ করে লেফট উইং দিয়ে ভার্ডি যেভাবে বল নিয়ে বারবার ঢুকছিলেন তাতে রক্ষণের পাশাপাশি চেলসি গোলরক্ষক ক্যাবালেরোকেও বেশ ব্যস্ত সময় পার করতে হয়।

চেলসি গুছিয়ে তুলতে থাকে নিজেদের। কিন্তু গোল পাওয়ার মতো আক্রমণ গড়ে তুলতে পারছিল না।

৩১ মিনিটে গোলটা প্রায় পেয়েই গেয়েছিল চেলসি। পুলিসিচের ডান পায়ের জোরালো শটটা দিক পরিবর্তন করিয়ে দলকে গোল থেকে বাঁচান লিস্টারের ডেনিশ কিপার শেমিকেল।

৫৫ মিনিটেও গোল পেয়েছিল চেলসি। তবে অফসাইডে বাতিল হয় ফরোয়ার্ড টনি আব্রাহামের সেই গোল।

শেষমেষ ৬৩ মিনিটে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মুখে হাসি ফোটান বদলি রস বার্কলে। উইলিয়ানের বাড়ানো বলে দারুণ ফিনিশিং দেন এই ইংলিশ মিডফিল্ডার।

ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর ম্যাচে ফিরতে পারেনি লিস্টার। ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এবারের এফএ কাপের শেষ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাটেডকে।

ম্যাচের ২৪ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন রহিম স্টার্লিং। কিন্তু শেষ পর্যন্ত আর গোল হয়নি তা।

ম্যান সিটি প্রথম গোলটি পায় ৩৭ মিনিটে। নিউক্যাসল ডি বক্সে ফাবিয়ানের ফাউলের শিকার হন গ্যাব্রিয়েল জেসুস। স্পট কিকে লিড আনেন কেভিন।

সিটি তাদের দ্বিতীয় গোলটি পায় ৬৮ মিনিটে। ফোডেনের অ্যাসিস্টে গোল করেন ইংলিশ অ্যাটাকার রহিম স্টার্লিং।

ম্যাচ শেষের মিনিট দুয়েক আগে চেষ্টা করেও গোল করতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস ও বার্নান্দো সিলভা। তাই ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

১৮ ও ১৯ জুলাই হবে দুটি সেমিফাইনাল, যেখানে ১৯ তারিখ ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে চেলসির বিপক্ষে। অন্য সেমিফাইনালে আগের দিন ১৮ জুলাই মুখোমুখি হবে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার

খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুম...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

"রাজপথের লড়াই শুরু, পুরাতন বন্দোবস্তে ফিরবো না"

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, এসি রুমে বসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা