স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ব্যক্তিগত অর্জনে আলো ছড়ালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে ৪০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।
ডোয়াইন ব্র্যাভোর পর প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৫ হাজার এর বেশি রান ও ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব।
এদিন ১৮তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহকে প্যাভিলিয়নে ফিরিয়ে এই মাইফলক ছুঁয়ে ফেলেন তিনি। এক্সট্রা কাভারে মাহমুদউল্লাহর ক্যাচ নেন ডোয়াইন ব্র্যাভো। এর মাধ্য দিয়ে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট অর্জন করেন সাকিব।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
এদিকে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক ডোয়াইন ব্র্যাভো। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ৫৫৫টি উইকেট। এ ছাড়াও ব্যাট হাতে ব্র্যাভো রান করেছেন ৬ হাজার ৬৭২। ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট নিয়ে ইমরান তাহির আছেন সারিতে দুই নম্বরে। এ ছাড়া সুনিল নারাইন ৪২৫ আর রশিদ খান ৪২০ উইকেট নিয়েছেন। ৪০০ উইকেট নিয়ে এই তালিকায় ৫ নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান।
সাননিউজ/এমএসএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            