Juventus Vs Ac Milan
খেলা

মাঠে ফিরেই ফাইনালে রোনালদোর জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক:

করোনা সংক্রমণের কারণে বিশ্বব্যাপী সব কিছুই যেন থমকে গেছে। দীর্ঘ দিন ধরে মাঠে গড়ায়নি কোন খেলা। তবে একটানা ৯৬ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন রোনালদো-দিবালারা। এসি মিলানের বিপক্ষে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেও ফাইনালে উঠেছে তারা।

খেলার ১৫ মিনিটের মাথায় উড়ে আসা একটা ক্রস সামলাতে গিয়ে আর আগুয়ান রোনালদোকে দেখে ভড়কে গেলেন এসি মিলানের ইতালিয়ান রাইটব্যাক আন্দ্রেয়া কন্তি। মনে হলো হাত দিয়ে আটকালেন বলটাকে। তা দেখে রোনালদোও একটু থতমত খেয়ে গেলেন যেন, কন্তির বল থেকে আসা বলটা লাগল রোনালদোর হাতে। প্রথম দেখায় রোনালদো 'হ্যান্ডবল' করেছেন বলে মনে হলেও, আসল ঘটনা বোঝা গেল একটু পর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় কন্তির ভুলের জন্য মিলানকে সর্বোচ্চ শাস্তিই দিলেন রেফারি। পেনাল্টি পেল জুভেন্টাস।

তিন মাস ঘরে বসে থেকে রোনালদোর পায়ে মরচে ধরেছে কি না কে জানে! বলটা মারলেন গোলবারে। উত্তেজিত মিলান সমর্থকদের অবশ্য হাঁফ ছেড়ে বাঁচার উপায় নেই! দলের ওপর দুর্ভাগ্য বয়ে আনলেন মিলান স্ট্রাইকার আনতে রেবিচ। বল দখলের লড়াইয়ে জুভেন্টাসের ব্রাজিলিয়ান রাইটব্যাক দানিলোর মুখে চলে গেল তার পা— একদম কুংফু স্টাইলে! মোটামুটি একই কাজ করে ২০১০ বিশ্বকাপের ফাইনালে ডাচ তারকা নাইজেল ডি ইয়ং বেঁচে গেলেও রেবিচের ভাগ্য সুপ্রসন্ন হল না। লাল কার্ড দেখলেন এই ক্রোয়েশিয়ান তারকা।

ম্যাচের বাকি ৭৭ মিনিট দশজন নিয়েই খেলল মিলান। তবে একজন কম নিয়ে খেললেও, তাঁদের জমাট রক্ষণ ভাঙতে পারেননি রোনালদো-দিবালারা। ভেবে দেখুন, কোনোভাবে মিলান যদি এক গোল দিয়ে দিত, রোনালদোর পেনাল্টি মিসটাই কাল হতো জুভদের জন্য।

তবে সেটা হয়নি। ম্যাথিস ডি লিট ও লিওনার্দো বোনুচ্চির কল্যাণে জুভেন্টাসের রক্ষণভাগও ছিল জমাট। অবশ্য মিলানের আক্রমণভাগ তেমন কোনো পরীক্ষাও নিতে পারেনি তাঁদের। ১১ জন মাঠে থাকার সময়েই মাঝমাঠ ছেড়ে সামনে এগোতে বড্ড অনীহা দেখাচ্ছিলেন রেবিচ-পাকেতা-চালানোলুরা। রেবিচের লালকার্ডের পর সেই গোল না খাওয়ার প্রতিজ্ঞাটা আরও দৃঢ় হয় যেন তাঁদের মধ্যে। দু-তিনটা বিচ্ছিন্ন সুযোগ বাদ দিলে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জুভেন্টাসই। তবে একজন কম নিয়েও রোনালদো-দিবালা-কস্তাদের আটকানোর কৃতিত্বটা ষোলোআনা পাবেন সিমোন কায়ের-আলেসিও রোমানিওলি-ফ্র্যাঙ্ক কেসিরা।

যদিও তাতে লাভ হলো না মিলানের। কারণ প্রথম লেগে মিলানের মাঠে ১-১ গোলে ড্র করে এসেছিল জুভেন্টাস। রোনালদোর সফল এক পেনাল্টির কল্যাণে পেয়েছিল মহামূল্যবান একটি 'অ্যাওয়ে' গোল। সেই 'অ্যাওয়ে' গোলের সুবাদেই ফাইনালে উঠে গেল তাঁরা।

আপাতত ইতালির সব ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে। আজ রাতে একই সময়ে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে নাপোলি ও ইন্টার মিলান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ জুন। এর তিন দিন পরই শুরু হবে সিরি–আ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন কমিশনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়নে মুক্তিজোটের প্রস্তাব

আজ সোমবার (১২ মে) মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্তে সাত সদস...

বিতর্কিত স্লোগান ও জাতীয় সংগীতে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির ব্যাখ্যা

সম্প্রতি আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলগত বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আয়...

ইউরোপীয় শক্তিগুলোকে ‘সংঘাতের কৌশল’ না নিতে ইরানের হুঁশিয়ারি

ইউরোপীয় শক্তিগুলোকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘সংঘাতমূলক কৌশল&rs...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (১২ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

রাজধানী থেকে গ্রেফতার মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহান...

পুশ ইন করা ৭৫ বাংলাদেশি এবংতিন ভারতীয়কে উদ্ধার

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫...

সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের তানভীর আহমেদ

এশিয়ার আঞ্চলিক সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ...

কসবার বীর মুক্তিযোদ্ধা জমশেদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ম...

দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্...

বগুড়ায় তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার ও ভাবনা শীর্ষক সমাবেশ সামনে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা