খেলা

সমকামী বিদ্বেষের অভিযোগ নেইমারের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। নেইমারের প্যারিস সেন্ট–জার্মেইর (পিএসজি) হাতেই অবশ্য উঠেছে শিরোপা।

ব্রাজিলের এই অন্যতম তারকা এখন রয়েছেন নিজের দেশেই। আর সেখানেই মহা ফ্যাসাদে পড়েছেন এই সময়ের তারকা খ্যাত সেরা ফুটবলার।

ব্রাজিলের এক সমকামী অধিকার আন্দোলন কর্মী নেইমারের বিরুদ্ধে ফৌজদারি নালিশ করেছেন আদালতে। অভিযোগ দুটি, নেইমার তার মায়ের ছেলে বন্ধুকে সমকামী বিদ্বেষী গালি দিয়েছেন এবং শারীরিকভাবে নিগৃহের হুমকি দিয়েছেন। নেইমার ও তার বন্ধুদের ভিডিও গেমস খেলার সময় করা আলোচনার অডিও ফাঁস হওয়ার পর এই অভিযোগ আনা হয়।

অভিযোগটি করেছেন আগরিপিনো মাগালহ্যাস নামের একজন। ইনস্টাগ্রামে সেই লোক লিখেছেন নেইমার ও তার বন্ধুদের বিপক্ষে 'সমকামী বিদ্বেষ, ঘৃণাসূচক বক্তব্য ও হত্যার হুমকি' দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

ফাঁস হওয়া এক অডিও বার্তায় শোনা যায় নেইমার ও বন্ধুরা নেইমারের মা নাদিন গনসালভেস ও তার ২২ বছর বয়সী বন্ধু তিয়াগো রামোসের কথিত ঝগড়াঝাঁটি ও মারামারি নিয়ে কথা বলছেন। শোনা যাচ্ছে গতকাল মঙ্গলবার নেইমারের মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রামোসকে।

পুলিশ জানিয়েছে হাত কেটে গেছে রামোসের। কীভাবে কেটেছে তা নিয়েই বিভ্রান্তি। নেইমারের মা বলছেন সিঁড়ি থেকে কাচের কিছুর ওপরে পড়ে হাত কেটেছে রামোসের। কিন্তু বন্ধুদের সঙ্গে আলোচনায় নেইমার বলেছেন মায়ের কথা বিশ্বাস হচ্ছে না তার। নেইমারের বিশ্বাস নিশ্চিত মারামারি করে হাত কেটেছেন রামোস। আর এ কারণেই তার চেয়ে বয়সে ৬ বছরের ছোট রামোসকে এক হাত দেখে নিতে চান নেইমার।

গুঞ্জন আছে রামোস সমকামীও। নিজেদের আলোচনায় তা উল্লেখ করে গালি দিয়েছেন নেইমার। এএফপি জানিয়েছে সে সময়ে নেইমারের এক বন্ধু পরামর্শ দেন রামোসের পশ্চাতদেশে বংশদণ্ড ঢুকিয়ে দেওয়ার।

সাও পাওলোর আদালত এএফপির কাছে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে পিএসজি তারকার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কিনা তা তদন্তের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেই আদালত। আর নেইমারের গণসংযোগ সংস্থা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জে মরণফাঁদ ২ কিমি রাস্তা, দুর্ভোগে ৪০ হাজার মানুষ  

বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাউলিয়...

মোরেলগঞ্জে মরণফাঁদ ২ কিমি রাস্তা, দুর্ভোগে ৪০ হাজার মানুষ  

বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাউলিয়...

জাপা কার্যালয়ের সামনে ফের উত্তেজনা

জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিছিলকে ঘিরে রাজধানীর কাকরাইল...

জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে সংবাদ সম্মেলন, পোড়ানো হলো কুশপুত্তলিকা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাব...

‘এই সংবিধান ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে,এটা রক্ষা করতে হবে' ঢাবি অধ্যাপক কার্জন

আইনজীবী নিয়োগ করতে না দেওয়া, থানায় ও জেলখানায় ফ্যান ও সাবানের অভাব, সারা রাত...

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন

নির্বাচন বিলম্বিত করার সব ষড়যন্ত্র বানচাল করে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা