খেলা

মেসি অধ্যায়ের সমাপ্তি চান কোম্যান

ক্রীড়া ডেস্ক : মেসি মানেই হয়ে উঠেছিল বার্সেলোনা। অথচ এই মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাতালান ক্লাবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। নতুন মিশনে এখন অন্য ঠিকানায়। মেসি বার্সেলোনায় নেই, বিষয়টা এখনও অনেকেই বুঝে উঠতে পারেননি।

যে ক্লাবের আলো-বাতাসে তার বেড়ে ওঠা, সেখানকার অবস্থা কী, বলার অপেক্ষা রাখে না। তবে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বাস্তবে থাকছেন। তাই বার্সেলোনায় মেসি-অধ্যায়ের সমাপ্তি চইছেন তিনি।

লা লিগার আর্থিক ও কাঠমোগত বাধায় মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে পারেনি বার্সেলোনা। আনুষ্ঠানিকভাবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে বিদায় জানানোর পর বেশ কয়েকটি ক্লাবে তার যোগ দেয়ার গুঞ্জন ওঠে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল প্যারিস সেন্ত জার্মেই। শেষ পর্যন্ত সময়ের সেরা খেলোয়াড়ের নতুন ঠিকানা হয়েছে ফরাসি ক্লাবটিতেই।

একে তিনি মেসি, তার ওপর আবার বার্সেলোনায় ছিলেন দীর্ঘ সময়। পেশাদারি ক্যারিয়ারে ১৭ মৌসুম কাটিয়েছেন ন্যু ক্যাম্পে। লম্বা সময় পর এবারই প্রথমবার মেসিকে ছাড়া তাদের মিশন শুরু হতে যাচ্ছে। বিষয়টা একটু অদ্ভুতই বটে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া শিরোপা লড়াইয়ে নামতে কোচ কোম্যানকেও দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। তাছাড়া ভক্ত-সমর্থকদের হতাশার ব্যাপার তো আছেই।

কোম্যান সবকিছু বুঝতে পারছেন, তবে সামনে এগিয়ে যেতে মেসি-অধ্যায় নিয়ে আর নাড়াচাড়া না করা উত্তম বলে মনে করছেন তিনি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ডাচ কোচ বলেছেন, ‘আমাদের বুঝতে হবে প্রত্যেক খেলোয়াড়েরই শেষ আছে। আপনাকে অবশ্যই (মেসি) অধ্যায় বন্ধ করতে হবে। কারণ এখন আমাদের নজর দিতে হবে নতুন মৌসুমের দিকে। দলে নতুন খেলোয়াড়রা এসেছে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেজন্য সময় দরকার।’

গত কয়েকদিনের ঘটনা ভুলে তরুণ দল নিয়ে মিশনে নামার পরিকল্পনা কোম্যানের। তিনি বলেন, ‘এবারের মৌসুমে আমাদের দলটা তারুণ্য নির্ভর, এরাই ভবিষ্যৎ। আমরা এই ক্লাবের ভবিষ্যতের কথা চিন্তা করেই কাজ করছি। গত কয়েকদিনে যা হয়েছে, সেটাতে নজর না দিয়ে এই বিষয়টাতেই এখন আমাদের গুরুত্ব দেয়া উচিত।’

মেসির ক্লাব ছাড়া প্রসঙ্গে বার্সেলোনা কোচের বক্তব্য, ‘ক্লাব ও মেসির মধ্যে কঠিন একটা পরিস্থিতি চলছিল। অনেক সময়ও নেয়া হয়েছে। কিন্তু আমি অবাক হয়েছি যখন শুনলাম মেসি তার বার্সেলোনা ক্যারিয়ার শেষ করে ফেলেছে। এটা কঠিন বিষয়, কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড়ের ব্যাপারে নয়, কথা বলছি লিও মেসি সম্পর্কে, যে অনেক মৌসুম ধরে সেরা খেলোয়াড়। এই মৌসুমে সে আর খেলতে পারছে না, বিষয়টা জেনে আমরা সবাই হতাশ হয়েছি।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা