খেলা

ভুল করলে রেফারিদেরও শাস্তি হবে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন থেকেই ঘরোয়া ফুটবলে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। রেফারিং যেমন প্রশ্নবিদ্ধ তেমনি আবার রেফারিদের সম্মানীও খুব অল্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেফারি সম্মানী হিসেবে পান ২৪০০ টাকা (সহকারিরা ২২০০ টাকা)।

বাফুফে রেফারিজ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী রেফারিদের পারফরম্যান্স সন্তোষজনক না হলে তাদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা যাবে। এর পাশাপাশি রেফারিরা বড় ভুল বা বাজে পারফরম্যান্স করলে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে বিরত থাকবেন।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি রেফারিজ কমিটির নতুন দায়িত্ব নিয়েছেন। রেফারিজ কমিটির আগের সভাপতি রেফারিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। সালাম মুর্শেদি সেটাই আরও একটু বড় আঙ্গিকে বাস্তবায়ন করতে চান। প্রতি মৌসুম শেষে আট জন (পুরুষ ও মহিলা) রেফারির পাশাপাশি তিন জন উদীয়মান রেফারিও (দুই জন পুরুষ ও এক জন মহিলা) পুরস্কৃত হবেন।

রেফারিদের আর্থিক কর্তন সম্পর্কে তিনি বলেন, ‘রেফারিরা আগে পুরস্কৃত হতেন না। তারা ফুটবলের বড় ও গুরুত্বপূর্ণ অংশ। তাই ফুটবল মৌসুমে সেরা রেফারিদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার থাকছে সেখানে বাজে পারফরম্যান্সের জন্য শাস্তির ব্যবস্থা থাকাও যৌক্তিক।’

ঘরোয়া ফুটবলে রেফারিদের বাজে পারফরম্যান্সের শাস্তি মানে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে বিরতি। আর্থিক জরিমানা এবারই প্রথম দেখা যাচ্ছে। একজন রেফারি, সহকারি রেফারির পারফরম্যান্স রেফারিজ কমিটি কর্তৃক সন্তোষজনক না হলে ৫০ শতাংশ ফি কাটা হবে। সেক্ষেত্রে তারা সম্মানী পাবেন মাত্র ১২০০ ও সহকারিরা ১১০০ টাকা।

রেফারিজ কমিটির এই সিদ্ধান্তে হতাশ বর্তমান ও সাবেক রেফারিদের অনেকেই। তাদের গণমাধ্যমে কথা বলা এমনিতেই নিষেধ। নিজেদের অধিকার ও দাবি নিয়েও তারা কোড অফ কন্ডাক্টের জন্য কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অনানুষ্ঠানিকভাবে অনেকেই এই দুই শাস্তির সমালোচনা করেছেন। সাবেক ফিফা রেফারিরা রেফারিজ কমিটি ও বিভাগে থাকায় তারাও মন্তব্য দেননি।

রেফারিদের স্বার্থ এবং অধিকার রক্ষা করার জন্য কাজ করার কথা বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের। রেফারিজ কমিটির এই সিদ্ধান্ত দুই সপ্তাহ আগের। এরপরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই অ্যাসোসিয়েশনের।

সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এই প্রসঙ্গে বলেন, ‘আমি করোনা পজিটিভ ছিলাম। তাই এই সংক্রান্ত বিষয়ে তেমন জানি না। আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।’

ঘরোয়া ফুটবলে রেফারিং এমনিতেই প্রশ্নবিদ্ধ। রেফারিজ কমিটির নতুন সিদ্ধান্তে রেফারিরা মানসিকভাবে অস্বস্তিতে। এর প্রভাব আসন্ন রাউন্ডগুলোতে পড়লে আরও প্রশ্নবিদ্ধ হতে পারে রেফারিং।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা