খেলা

ভুল করলে রেফারিদেরও শাস্তি হবে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন থেকেই ঘরোয়া ফুটবলে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। রেফারিং যেমন প্রশ্নবিদ্ধ তেমনি আবার রেফারিদের সম্মানীও খুব অল্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেফারি সম্মানী হিসেবে পান ২৪০০ টাকা (সহকারিরা ২২০০ টাকা)।

বাফুফে রেফারিজ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী রেফারিদের পারফরম্যান্স সন্তোষজনক না হলে তাদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা যাবে। এর পাশাপাশি রেফারিরা বড় ভুল বা বাজে পারফরম্যান্স করলে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে বিরত থাকবেন।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি রেফারিজ কমিটির নতুন দায়িত্ব নিয়েছেন। রেফারিজ কমিটির আগের সভাপতি রেফারিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। সালাম মুর্শেদি সেটাই আরও একটু বড় আঙ্গিকে বাস্তবায়ন করতে চান। প্রতি মৌসুম শেষে আট জন (পুরুষ ও মহিলা) রেফারির পাশাপাশি তিন জন উদীয়মান রেফারিও (দুই জন পুরুষ ও এক জন মহিলা) পুরস্কৃত হবেন।

রেফারিদের আর্থিক কর্তন সম্পর্কে তিনি বলেন, ‘রেফারিরা আগে পুরস্কৃত হতেন না। তারা ফুটবলের বড় ও গুরুত্বপূর্ণ অংশ। তাই ফুটবল মৌসুমে সেরা রেফারিদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার থাকছে সেখানে বাজে পারফরম্যান্সের জন্য শাস্তির ব্যবস্থা থাকাও যৌক্তিক।’

ঘরোয়া ফুটবলে রেফারিদের বাজে পারফরম্যান্সের শাস্তি মানে কয়েক রাউন্ড খেলা পরিচালনা থেকে বিরতি। আর্থিক জরিমানা এবারই প্রথম দেখা যাচ্ছে। একজন রেফারি, সহকারি রেফারির পারফরম্যান্স রেফারিজ কমিটি কর্তৃক সন্তোষজনক না হলে ৫০ শতাংশ ফি কাটা হবে। সেক্ষেত্রে তারা সম্মানী পাবেন মাত্র ১২০০ ও সহকারিরা ১১০০ টাকা।

রেফারিজ কমিটির এই সিদ্ধান্তে হতাশ বর্তমান ও সাবেক রেফারিদের অনেকেই। তাদের গণমাধ্যমে কথা বলা এমনিতেই নিষেধ। নিজেদের অধিকার ও দাবি নিয়েও তারা কোড অফ কন্ডাক্টের জন্য কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অনানুষ্ঠানিকভাবে অনেকেই এই দুই শাস্তির সমালোচনা করেছেন। সাবেক ফিফা রেফারিরা রেফারিজ কমিটি ও বিভাগে থাকায় তারাও মন্তব্য দেননি।

রেফারিদের স্বার্থ এবং অধিকার রক্ষা করার জন্য কাজ করার কথা বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের। রেফারিজ কমিটির এই সিদ্ধান্ত দুই সপ্তাহ আগের। এরপরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই অ্যাসোসিয়েশনের।

সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এই প্রসঙ্গে বলেন, ‘আমি করোনা পজিটিভ ছিলাম। তাই এই সংক্রান্ত বিষয়ে তেমন জানি না। আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।’

ঘরোয়া ফুটবলে রেফারিং এমনিতেই প্রশ্নবিদ্ধ। রেফারিজ কমিটির নতুন সিদ্ধান্তে রেফারিরা মানসিকভাবে অস্বস্তিতে। এর প্রভাব আসন্ন রাউন্ডগুলোতে পড়লে আরও প্রশ্নবিদ্ধ হতে পারে রেফারিং।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২)...

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছ...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

আজ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস

আজ ১৩ নভেম্বর, হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই ক...

কুষ্টিয়ায় ৭৫ কৃষককে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ

কুষ্টিয়ার মিরপুরে ৭৫ জন চাষিকে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা